চকরিয়ায় নৌ বাহিনী'র সদস্য পরিচয়দানকারী প্রতারক দম্পতি গ্রেফতার।

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়া (কক্সবাজার): কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে ভূয়া নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দানকারী প্রতারককে দম্পতি গ্রেফতার করা হয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়া পৌরশহরে স্বপ্ন ছোয়া ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের পূত্র মোঃ মিজান (৩৬) ও তার দ্বিতীয় স্ত্রী পটুয়াখালী জেলার মৃত নাছির উদ্দীনের কণ্যা মৌসুমী বেগম মৌ (২৭)। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এসএম রকীব উর রাজা ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। এ বিষয়ে ১৯ এপ্রিল (শনিবার) চকরিয়া থানা হলরুমে প্রেস কনফারেন্স এ ওসি জানান, ওয়াকিটকি সহ নৌ বাহিনীর সদস্য পরিচয়দানকারী দম্পতিকে পৌর সদরের এক ফটোগ্রাফির দোকান থেকে গ্রেফতার করা হয়। ক্যামরা ভাড়ার কথা বলে প্রতারণা পূর্বক বিভিন্ন স্থান থেকে ক্যামরা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ স্বীকার করেছে এই দম্পতি। এদের বিরুদ্ধে দেশে বিভিন্ন থানায় অর্ধ ডজন মামলা আছে। আইনী প্রক্রিয়ায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Apr 20, 2025 - 08:32
Apr 20, 2025 - 19:29
 0  11
চকরিয়ায় নৌ বাহিনী'র সদস্য পরিচয়দানকারী প্রতারক দম্পতি গ্রেফতার।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow