সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য কমানোর প্রতিবাদে বিল্পবী কমিউনিস্ট লীগের বাক্ষোভ

প্রিয়ব্রত ধর,স্টাফ রিপোর্টারঃ দ্রব্যমূল্য কমানো, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া, সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করা, লুটপাটকারী দূর্নীতিবাজদের আটক করে বিচার করা, লুটপাট দূর্নীতির পাচারকৃত টাকা ফেরত আনা, জুলাই - আগষ্ট হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে যশোর জেলা পার্টি বুধবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি যশোর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান। তিনি দ্রব্যমূল্য কামানোর দাবি করে বাজার সিন্ডিকেট সহ সকল সিন্ডিকেট ভাঙার দাবি জানান। দ্রব্যমূল্যের কষাঘাতের হাত থেকে মানুষকে বাঁচাতে, বাজার নিয়ন্ত্রন করতে সারাদেশে রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি করেন। লুটপাটকারী দূর্নীতিবাজদের দ্রুত সময়ের ভিতর আটক ও বিচার এবং লুটপাট দূর্নীতির পাচারকৃত টাকা ফেরত আনার আহ্বান জানান। একই সাথে জুলাই আগষ্ট হত্যাকাণ্ডের বিচারেরও দাবি জানান। এ সময় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড সখিনা বেগম দিপ্তি, জেলা নেতা কমরেড মিজানুর রহমান, কমরেড বিপুল বিশ্বাস, কমরেড পলাশ বিশ্বাস, নারী নেত্রী বিথীকা বিশ্বাস সহ প্রমুখ।

অক্টোবর 31, 2024 - 10:38
 0  15
সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য কমানোর প্রতিবাদে বিল্পবী কমিউনিস্ট লীগের বাক্ষোভ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow