প্রতিবন্ধী শিক্ষায় অবহেলা নয়, বিশেষ বিদ্যালয়গুলোকে এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে মতবিনিময় সভা।
এইচ এম ইমরান, ঝিনাইদহ: দেশজুড়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে বিশেষ বিদ্যালয়সমূহকে সরকারিভাবে স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। শুক্রবার সকালে শহরের তামান্না পার্ক মিলনায়তনে এই সভার আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মহিউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ এবং প্রধান বক্তা ছিলেন মুখ্য সমন্বয়ক গাউছুল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমা খাতুন ও সাংগঠনিক সম্পাদক আকুল শেখ। বক্তারা বলেন, “দেশের হাজারো প্রতিবন্ধী শিশু-কিশোর এখনও শিক্ষা থেকে বঞ্চিত। তাদের শিক্ষার আলোয় সম্পৃক্ত করতে হলে বিশেষ বিদ্যালয়গুলোকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া ও এমপিওভুক্ত করা জরুরি।” তারা আরও জানান, ন্যায্য সম্মানী, অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণের অভাবে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। সভায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার অনুভূতি কী?






