ফের আলোচনায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমন ও পিচ্চি হেলাল, কী বলছে পুলিশ?

শামিম হাসান ঢাকা ।।।রাজধানীর এলিফ্যান্ট রোডের দুই ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় আলোচনায় আসা দুই ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমন ও পিচ্চি হেলালকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক‌। সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক‌। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।   এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে চাপাতি দিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলার পর সামনে আসে শীর্ষ সন্ত্রাসী হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের দ্বন্দ্বের জের। তারা গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর ১৫ ও ১৬ আগস্ট কারাগার থেকে জামিনে বের হন।   আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে জানা গেছে, এলিফ্যান্ট রোডে হামলার নেপথ্যে রয়েছে এ দুই শীর্ষ সন্ত্রাসীর আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির দ্বন্দ্ব। তারা জেলে থেকেই নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগৎ।   সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক‌ জানান, ইমন ও হেলালকে গ্রেফতারের চেষ্টা করছেন গোয়েন্দারা। মাল্টিপ্ল্যানের ঘটনায় জড়িত বাকিদেরও খুঁজছেন তারা।   পাশাপাশি সরকার পতনের পর জামিনে মুক্তি পাওয়া বাকি শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে জানিয়ে রেজাউল করিম মল্লিক‌ বলেন, ‘অপরাধ করলে তাদেরও গ্রেফতার করা হবে।’   এদিকে মাল্টিপ্ল্যানের দুদিন না যেতেই রোববার (১২ জানুয়ারি) রাতে মিরপুরে প্রকাশ্যে কোপানো হয়েছে দুজনকে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নিয়ে করা প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে উঠে যান ডিএমপির ডিবিপ্রধান

জানুয়ারি 14, 2025 - 13:56
 0  3
ফের আলোচনায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমন ও পিচ্চি হেলাল, কী বলছে পুলিশ?

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow