বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবু নাসের মোঃ সাহানুর রহমান।

মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধি— মাগুরা জেলার শ্রীপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবু নাসের মোঃ সাহানুর রহমান। গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এডহক কমিটি অনুমোদনের তারিখ থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকবে এবং এই সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। গঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য সচিব: মো. ওলিয়ার রহমান (প্রধান শিক্ষক, বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়) সাধারণ শিক্ষক সদস্য: মো. আব্দুর রব মোল্যা অভিভাবক সদস্য: মো. জাকারিয়া নবনিযুক্ত সভাপতি আবু নাসের মোঃ সাহানুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে এই দায়িত্ব দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য আমি ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সকল নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করছি।” সভাপতির দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Apr 21, 2025 - 22:35
 0  1
বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবু নাসের মোঃ সাহানুর রহমান।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow