বন্যার্তদের সহায়তায় ত্রান সামগ্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা হলো টিম অভয়নগর।
অভয়নগর (যশোর) প্রতিনিধি- অভয়নগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও অভয়নগরের সর্ব স্তরের ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সহযোগিতায় টিম অভয়নগর বন্যার্তদের সহায়তার জন্য ত্রান সামগ্রী নিয়ে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় রওনা দেন।বন্যার্তদের মাঝে খাদ্য পন্য,ঔষধ, পোষাক, শিশু খাদ্য ও স্যানিটারীসহ প্রয়োজনীয় উপকরন নিয়ে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বন্যার্তদের জন্য টিম অভয়নগর এর পক্ষ থেকে ২৯ আগষ্ট বৃহস্পতিবার রাতে আমরা অভয়নগরবাসী নামে সংগঠনের একদল সেচ্ছাসেবক কয়েকদিন ধরে বিভিন্ন কর্নার থেকে চাউল,ডাউন, সাবান খাবার স্যালাইন,শুকনো খাদ্য, মোমবাতি, শিশু খাদ্য, মশার কয়েল, চিনি, চিড়ে পোশাক সহ ১৬ রকমের জিনিসের ৫শতাধিক প্যাকেট উপহার সামগ্রী নিয়ে ফেনী জেলার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন টিম অভয়নগর এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। অধ্যক্ষ খায়রুল বাসার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, স্কাউটস এর সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা, কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর সেলিম হোসেন, আই সি টি কর্মকর্তা আহসান কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ, সদস্য জাকির হোসেন হদয়, বিশিষ্ট ব্যাবসায়ী শাহিন রেজা, সাধারণ ছাত্র মো. আকিব হোসেন গালিব, জহিরুল ইসলাম রাজু,তানভীর হোসেন,মুহাইমিনুল মান্না, ফাহিম সরদার,সৌরভ নন্দী,টুটুল রহমান,মেহেদী হাসান অনিক, ইরফান কাদির আকিব,আর্শাদ হোসাইন,শাহারিয়ার হোসেন,সিয়াম হোসেন,রনি আহমদ, শহিদুল ইসলাম, সাদিয়া মিজান বহ্নি, এস মৃত্তিকা, কামরুন্নাহার, আফরিন নীলা ,মালিহা,ও রাকিব হাসান, নিয়ামুল শিকদার, সিয়াব কামাল, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। ত্রান বিতরনে টিম অভয়নগরের প্রতিনিধি হিসাবে গেছেন মো. আকিব হোসেন গালিব, মো. রহিত, রাকিব রহমান, ফাহিম, সৌরভ নন্দী,সিহাব হোসেন, মান্না, মো. টুটুল, শাহারিয়ার হোসেন ও তানভীর হোসেন সহ মোট ১০জনের টিম অভয়নগরের পক্ষ থেকে এ ত্রান সামগ্রী বিতরনের জন্য যান। যাওয়ার পুর্বে বন্যার্ত ও টিম অভয়নগর এর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার অনুভূতি কী?