বরগুনায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

বরগুনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) রাতে পাথরঘাটার লিকারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিলো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও অ্যাডভোকেট সগির হোসেন লিয়নের সমর্থকদের মাঝে। এরই জেরে গতকাল রাতে লিকারপট্টি এলাকায় বাকবিতণ্ডায় জড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুল্লাহ ও তাদের অনুসারীরা। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে লাঠিশোটা নিয়ে এলাকায় বিক্ষোভ করে উভয় পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও জেলা বিএনপির কয়েকজন নেতা।

অক্টোবর 5, 2024 - 11:04
 0  6
বরগুনায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow