বাঁচতে চায় অ্যাপ্লাস্টিক রোগে আক্রান্ত সাজিদ

এস, এম হামিম সরকার নিরব। চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ পৃথিবীর আলো-বাতাসে বেঁচে থাকতে চায় অ্যাপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত মো. আব্দুল্লাহ আল সাজিদ। ক্ষতিগ্রস্ত বোনমেরু প্রতিস্থাপন করলে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সাজিদ। পূর্ণ হবে তার কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের থানাপাড়া এলাকার মো. সাজ্জাদ হোসেন ও গৃহিণী মোছা. খায়রুম মনিরা দম্পতির দুই ছেলের মধ্যে বড় ছেলে মো.আব্দুল্লাহ আল সাজিদ (১২)। ছেলেকে কোরআনের হাফেজ বানাতে প্রাথমিকের লেখা-পড়া শেষে হাফেজি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন বাবা-মা। সেখানে ৫ পারা কোরআন খতম করেছে সাজিদ। ভালোই চলছিল তার লেখা-পড়া। ২০২৩ সালের জুলাই মাসে হঠাৎ জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ে সাজিদ। দেড় মাস চিকিৎসার পর সুস্থ্য হয়ে মাদ্রাসায় ফিরে যায় সে। ২০ দিন যেতে না যেতেই আবার জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ে সাজিদ। দ্বিতীয়বার চিকিৎসার জন্য গেলে চিকিৎসক ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেপাটোলজি বিভাগে পাঠান। চিকিৎসকের পরামর্শে সেখানে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে প্রথমে হাইপোফ্লাশিয়া ও পরে এ্যাপ্লাস্টিক এনিমিয়া হয়েছে বলে জানা যায়। চিকিৎসকের মতে এই রোগের চিকিৎসা তিন ভাবে হতে পারে। প্রথমত-ওষুধ প্রয়োগ করে, দ্বিতীয়ত-এটিজি ইনজেকশন প্রদান করে এবং তৃতীয়ত-বোনমেরু ট্রান্সপ্লান্টেশন করে। সাজিদের বাবা সাজ্জাদ হোসেন জানান, ছেলের সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ মোতাবেক প্রথম পদ্ধতি অর্থাৎ ওষুধ প্রয়োগের চিকিৎসা নিতে থাকি। এতে শরীরে রক্ত প্রদানসহ ওষুধ কিনতে প্রতিদিন ১ লাখ টাকা করে খরচ হচ্ছিল। ওষুধের ডোজ শেষ করার পর আরোগ্য না হওয়ায় দ্বিতীয় অথবা তৃতীয় পদ্ধতিতে চিকিৎসা করানোর পরামর্শ দেন চিকিৎসক। দ্বিতীয় পদ্ধতিতে এটিজি ইনজেকশন প্রদান করতে খরচ হবে প্রায় ১০ লাখ টাকা এবং তৃতীয় পদ্ধতিতে বোনমেরু ট্রান্সপ্লান্টেশন করতে খবচ হবে প্রায় ৩০ লাখ টাকা। তিনি বলেন, নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি এবং ঋণ করে এ পর্যন্ত ছেলের পেছনে তার খরচ হয়েছে প্রায় ১৩ লাখ টাকা। ছেলের পরবর্তী চিকিৎসা করানোর জন্য এত টাকা যোগাড় করা তার জন্য অসম্ভব প্রায়। শিশু সাজিদ পৃথিবীর আলো-বাতাসে বেঁচে থাকতে চায়। আর এজন্য বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছে শিশু সাজিদ। যোগাযোগ- মো. সাজ্জাদ হোসেন (সাজিদের বাবা-০১৯১৩-৮৮৮ ৮৫৩)।

Sep 5, 2024 - 13:25
 0  8
বাঁচতে চায় অ্যাপ্লাস্টিক রোগে আক্রান্ত সাজিদ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow