বাঁদরেরও স্বপ্ন থাকতে পারে -কৃপা আচার্য
হাতে তুলে নিতে পারে বাঁদরে যদি কোনও শাবল বা খোন্তা যেখানে সেখানে খুড়ে বেড়াতে থাকবে সাজানো গোছানো যেটুকু উঠোন বাড়ি আঙিনা ছুঁয়ে যে মাঠ সর্বত্র করে উঠতেও পারে তছনছ ধূলিস্যাৎ ; ঘরে থাকা চেয়ার, আলমারি, ঝকঝকে আয়নায় সবখানেই হাত ও হানায় লম্ফঝম্পে ওলোট-পালোট করে হ-য-ব-র-ল বর্ণে সাড়ম্বরে। ওরা মানুষকে অনুকরণ করে নিজেকে মানুষ ভাবতে পারে, ভাবতে পারে মহামানবও। ওরাও মানুষের মতো চেয়ারে বসতে পারে সাজতেও পারে চেয়ারম্যান, মন্ত্রণালয়ের বড়সড় কিছু; লাফালাফি করে উঠে আলমারির মাথায় সেখান থেকে তড়িৎ বেগে টেবিলের নিচু। বাঁদরে আদর চায় চাইতেও পারে মানুষের মতো সম্মাননা, কোনও খেতাব। চাইতেই পারে ইঁদুরের রুটি ভাগাভাগির আসরে গিয়ে মধ্যস্থতার হস্তক্ষেপণে একটু একটু করে পুরোটাই নিজের গুদামে তুলে নিতে। এমনও তো হতে পারে কোনও সুদখোরী মহাজন হয়ে নিজে দেখাতে চাইবে উদার পুরুষোত্তম অর্থাৎ "মহান যে জন... সেই মহাজন" কেননা বাঁদরেরা মানুষকে ভীষণ নকল করে চলে। বাস্তবতায় মিলুক আর নাইবা মিলুক বাঁদরেরও স্বপ্ন থাকতে পারে মানুষের মতো, বাঁদরও চাইতে পারে মহামানব হতে।
আপনার অনুভূতি কী?