মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে যশোরে সপ্তাহব্যাপী মধুমেলা

যশোর প্রতিনিধি: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও কবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ‘মধুমেলা’ নামে সাতদিন ব্যাপী গ্রামীণ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২৪ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়ে এ মেলা শেষ হবে ৩০ জানুয়ারি ২০২৫। শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

অক্টোবর 19, 2024 - 21:24
 0  5
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে যশোরে সপ্তাহব্যাপী মধুমেলা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow