বাংলাদেশে আওয়ামীলীগের বিন্দুমাত্রা অস্তিত্ব নাই: ভোলায় সারজিস আলম
মোঃ নয়ন চৌধুরী তজুমদ্দিন ভোলা বাংলাদেশে আওয়ামীলীগের বিন্দু মাত্রা অস্তিত্ব নাই। যারাতাদের দোষর আছেন তারা সাবধান হয়ে যান, দেশ নিয়ে কোনষড়যন্ত্র করতে চাইলে তাদেরও অস্তিত্ব থাকবে না হুঁশিয়ারি দিয়েবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিসআলম বলেছেন, তাদের আবারও সাবধান করে দিতে চাই, এই দেশনিয়ে আর কোনো ছেলে-খেলা করবেন না। ছাত্র-জনতা এ দেশকেযেদিকে নিয়ে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাবে। এরজন্য যা করা প্রয়োজন আমরা তাই করব।(১০ জানুয়ারী) শুক্রবার সকাল ১১টার দিকে ভোলা সদর রোর্ডেলিফলেট বিতরন কালে সংক্ষিপ্ত পথসভায় সারজিস এমনহুঁশিয়ারি দেন। এর আগে সারজিসের নেতৃত্বে ভোলা শহরেআওয়ামীলীগকে হুশিয়ারী দিয়ে বিক্ষোভ মিছিল করেনশিক্ষার্থীরা। তাঁরা আওয়ামীলীগের বিরুদ্ধে নানা শ্লোগানদিতে থাকেন। তিনি আরো বলেন ছাত্র-জনতার ভোলায় এত ছাত্র-জনতা শহীদ হয়েছেন তা কল্পনার বাহিরে। আমরা বিভিন্নগনমাধ্যমে এবং পরে তদন্ত করে তাদের সঠিক ঠিকানা পেয়েছি।আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদেরসমবেদনা জানাই। বিকালে আন্দোলনে নিহদের বাড়ি গিয়েপরিবারের সাথে দেখা করে তাদের শান্তনা দেন সার্জিসআলমসহ তার টিম।বিঃ দ্রঃ-ভোলার মিজানুর রহমান নামের একজন সাংবাদিক ২৬জুলাই একটি সংবাদের মাধ্যমে ভোলার নিহতের বিষয়টি তুলেধরে ৫ দিন আওয়ামীলীগের পালিত প্রশাসনের হুমকিতে ভোলাছেড়ে পালিয়েছিলেন। তার পরে তিনি ভোলায় পৌছেধারাবাহিক ভাবে প্যাসিষ্ট আওয়ামী সরকারের নির্যাতনেরসংবাদ প্রকাশ করতে থাকেন। এর জন্য তাকে হত্যা করার উদ্দেশ্যেভোলা নতুন বাজারে রাত সাড়ে ৯ ঘটিকার সময় হামলা করাহয়েছে। এই হামলার নেতৃত্ব দিয়েছিলেন ভোলা সদর মডেলথানার সাবেক ওসি মনির হোসেন ও জেলা যুবলীগের সভাপতিএবং পৌর মেয়র মনিরুজ্জামান মনির। সাংবাদিক মিজানুররহমান ভোলা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিভিন্ন হুমকির কারনে সেখানে চিকিৎসা নিতে পারেননি, পরেঢাকায় একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
আপনার অনুভূতি কী?