ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

মোঃ নয়ন চৌধুরী তজুমদ্দিন ভোলা ।। ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. কালাম (৩০) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর এলাকার মো: আব্দুল মালেকের ছেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচ এম এম হারুন অর রশীদ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোরের দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ইলিশা লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৬৭ পিস ইয়াবাসহ কামালকে আটক করা হয়। পরে, আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযান নিয়মিত চলছে বলেও তিনি জানান।

জানুয়ারি 11, 2025 - 16:47
 0  0
ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow