খুলনায় পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
নূর মোহাম্মদ খান লিটু খুলনা।।। খুলনা মহানগর পুলিশ (কেএমপি) লবণচরা থানার বিশেষ অভিযানে ২৫০০ পিস অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা: ১) মোঃ ফরিদ হোসেন মৃধা (৩৮), পিতা-মোঃ আঃ আজিজ মৃধা, মাতা-মোসাঃ নাছিমা বেগম, ঠিকানা: পায়লাতলা, দক্ষিণ সুতালড়ী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট। ২) মোঃ আল আমিন হাওলাদার (২৯), পিতা-মোঃ জাফর হাওলাদার, মাতা-এমিলি বেগম, ঠিকানা: গোবরদিয়া, ১নং কারাপাড়া, ৬নং ওয়ার্ড, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট। অভিযান ও গ্রেফতারের স্থান:লবণচরা থানা পুলিশের একটি বিশেষ দল ১৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:০৫ টা থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:৩০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানের স্থানসমূহ: মোংলা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে সবুজ ভাইয়ের হোটেলের সামনে ফাঁকা জায়গা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল। মামলার তথ্য:গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা নং-১৮, তারিখ-২০/০২/২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (৩৬ (১) সারণির ১০(খ)/৪১) অনুসারে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই ধরপাকড় চালানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার অনুভূতি কী?






