বাইডেন-নেতানিয়াহু ফোনালাপ, ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন

প্রায় দুই মাসের মধ্যে প্রথম ফোনে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিবের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাওয়ার কথা বলেন বাইডেন। খবর সিএনএন ও বিবিসির। দুই নেতার কথোপকথনকে ফলপ্রসু আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারিন জ্য পিয়েরে বলেন, সরাসরি ৩০ মিনিট কথা হয়েছে দুজনের মধ্যে। বাইডেন ও নেতানিয়াহু আগামী দিনে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ রাখতে সম্মত হয়েছেন বলে জানায় হোয়াইট হাউস। একপর্যায়ে তাদের সঙ্গে যুক্ত হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কথা হয় বাইডেন-নেতানিয়াহুর। ইসরায়েলে ইরানের মিসাইল হামলার নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট। জবাবে তেহরানে হামলা চালানোর বিষয়েও কথা হয় তাদের।

অক্টোবর 10, 2024 - 15:52
 0  4
বাইডেন-নেতানিয়াহু ফোনালাপ, ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow