বাগেরহাটে "নোনা জলের কান্না” শিরোনামে নাটক প্রদর্শনী ও এ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার।। বাগেরহাটে "নোনা জলের কান্না” শিরোনামে নাটক প্রদর্শনী ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের উদ্যোগে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয় । বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মনজুরুল হাসান মিলনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এনজিও সেলের সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীল, জেলা দূর্যোগ ও ত্রান বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ শেখ রিয়াদুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইন্সপেকটার মো: শামসুজ্জোহা, কৃষি প্রকৌশলী লুনা রানী মল্লিক, পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী মো: মিরাজ, সাংবাদিক শওকত হোসেন, শামসুর রহমানসহ ইউনয়ন পরিষদের সচিব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বাঁধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহন করবে।

Sep 25, 2024 - 18:42
 0  6
বাগেরহাটে "নোনা জলের কান্না” শিরোনামে নাটক প্রদর্শনী ও এ্যাডভোকেসি সভা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow