বাগেরহাটে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি নেতারা। রোববার (১৮ আগস্ট) সকালে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় ও উচ্চ বালক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সমশের আলী মোহন, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর,হাদিউজ্জামান হিরো, যুবনেতা আইউব আলী মোল্লা,জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ,জাসাস নেতা সাংবাদিক কামরুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক হাছিবুর রহমানসহ ছাত্র ও যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ। বিএনপি নেতা এম এ সালাম বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্ধেসঢ়;ন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। কোন প্রকার ভয়-ভীতির কারণ নাই।তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। যার প্রমান এই সরকারের পতন। দেশব্যাপী ছাত্র আন্দোলনের ফলেই স্বৈরাচারী সরকারকে পতন হয়েছে। তাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের জন্য তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। এছাড়া পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও শিক্ষার পরিবেশ ঠিকঠাক রাখতে যে কোন সমস্যার সমাধানের আশ্বাস দেন বিএনপির এই নেতা।

আগস্ট 19, 2024 - 19:31
 0  5
বাগেরহাটে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow