বাগেরহাটে বঙ্গবন্ধু গণ পাঠাগার থেকে বিদেশী মদের বোতল ও ইয়াবা উদ্ধার
মোঃ নোহরাব হোসেন রতন, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের অফিস থেকে বিদেশী মদের বোতল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণ পাঠাগার থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এসময়, কয়েক বোতল মদ ও ২৮ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, এক বোতল কেরু মদ, হাফ বোতল বিদেশী মদসহ গাজা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অভিযান চালিয়ে বিদেশী মদের দুটি বোতল এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, চেয়ারম্যানের সংশ্লিষ্টতা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ২০২০ সালের মাঝামাঝি সময়ে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে চাকশ্রী বাজার এলাকায় বঙ্গবন্ধু গণ পাঠাগার তৈরি করেন চেয়ারম্যান আব্দুলল্লাহ ফকির। পরে ২৯ আগস্ট খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পাঠাগারটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে নিজের অফিস হিসেবে পাঠাগারটিকে ব্যবহার করতেন চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির।ৎ তবে এ বিষয়ে কথা বলার জন্য ফোন করলে চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির ফোন রিসিভ করেননি।

আপনার অনুভূতি কী?






