মনিরামপুরে ঈদ পরবর্তী ভিন্ন রকম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। 

মনিরামপুর যশোর প্রতিনিধি—যশোরের মনিরামপুর উপজেলায় ঈদ পরবর্তী এক ভিন্ন রকম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। মনিরামপুর উপজেলার বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, বাজিতপুর প্রভাতী সংঘ কতৃক আয়োজিত এই ভিন্ন রকম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে গত ১ এপ্রিল বিকেলে জাক জমক ভাবে উৎযাপন করে এলকার স্থানীয় সুধিজন ও সর্বস্তরের মানুষ। ঈদ পরবর্তী এই অনুষ্ঠান যেন পরিনতি হয় মানুষের মিলন মেলায়।  স্থানীয় চাকরি জিবি ও এলাকার বহিরাগত চাকরি জিবি দের মাঝে তিব্র প্রতিযোদিতার মধ্যে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। এছাড়া উক্ত খেলায় স্থানীয় বি এন পি ও জামায়াতের নেতা কর্মিরা এই ঈদ পরবর্তী মিলন মেলায় অংশ গ্রহন করেন। যার ফলে আলাদা এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।  অনুষ্ঠান শেষে সরকারি বে সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এমন সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করায় তারা বাজিতপুর প্রভাতী সংঘকে আন্তরিক ধন্যবাদ জানান ও বিভিন্ন দিক নির্দেমনা মতামত ও মরামর্ষ দেন এবং তারা এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Apr 2, 2025 - 14:50
 0  3
মনিরামপুরে ঈদ পরবর্তী ভিন্ন রকম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow