বান্দরবানের ২৪টি প্রতিষ্ঠানে ৫৫ টন খাদ্যশস্য বিতরণে মানবিক উদ্যোগ কেএস মং মারমার।
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা তাঁর জন্য বরাদ্দ পাওয়া ৫৫ টন খাদ্যশস্য মানবিক উদ্দেশ্যে জেলার ২৪টি বৌদ্ধ ধর্মীয় অনাথালয় ও আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ কার্যক্রম শুরু করেছেন। ২৩ এপ্রিল বুধবার বান্দরবান শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে দুই মেট্রিক টন চালের ডিও লেটার হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এরপর শহরের উজানি পাড়ার পমুদ আবাসিক ছাত্রাবাসে অধ্যক্ষ ড. সুবন্ন লংকারা মহাথের-এর হাতে শ্রমণ ও ছাত্রদের জন্য তিন মেট্রিক টন চালের ডিও লেটার তুলে দেন কেএস মং মারমা। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের বিহার অধ্যক্ষ তিক্ষিন্দ্রিয়া মহাথের, পমুদ আবাসিক ছাত্রাবাসের অধ্যক্ষ ড. সুবন্ন লংকারা মহাথেরসহ দুই শতাধিক শিক্ষার্থী। কেএস মং মারমা বলেন, “আঞ্চলিক পরিষদ থেকে প্রাপ্ত খাদ্যশস্য ব্যক্তিগতভাবে গ্রহণ না করে আমি চেয়েছি তা সমাজের প্রয়োজনীয় ও অগ্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠানে পৌঁছে দিতে। পর্যায়ক্রমে আরও ২২টি প্রতিষ্ঠানে খাদ্যশস্য বিতরণ করা হবে।” এই মানবিক উদ্যোগটি বান্দরবানসহ পুরো পার্বত্য অঞ্চলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার অনুভূতি কী?






