ঝিকরগাছা এক ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল চুরির ২৪ ঘন্টায় চোর গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার।
যশোর প্রতিনিধি: যশোর জেলার পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গত ২৯/০৯/২০২৪ তারিখ বেলা ১.৩০ ঘটিকার সময় ঝিকরগাছা সিটি ব্যাংক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস তার সিটি ব্যাংকের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেল হিরোহুন্ডা স্পেন্ডার ১০০ সিসি গোপালগঞ্জ –হ-১১-৭৭২৬ রেখে ২য় তলায় ব্যাংকে যায়, ৩০ মিনিট পর ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি অজ্ঞাতনামা ২ চোর কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম কে অবহিত করলে যশোর শহরে অভিযান পরিচালনাকালে ঘোপ সেন্ট্রাল রোড থেকে একই চক্র মোটরসাইকেল চুরি করার সময় হাতে নাতে গ্রেফতার করে ঐ দিন বিকাল ৪.৩০ ঘটিকার সময়। ব্যাংক কর্মকর্তা তাকে দেখে চিনতে পারেন এবং ঘটনা সংক্রান্তে ব্যাংক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করলে ঝিকরগাছা থানার মামলা নং-২২ তাং-২৯/০৯/২০২৪খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ঝিকরগাছা থেকে চুরি করা মোটরসাইকেলটি ধর্মতলা নয়নের গ্যারেজে ধৌত করতে দিয়ে পুনরায় চুরি করতে গিয়ে গ্রেফতার হয়। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশিপুর চর গ্রামের মৃত্যু আঃ মজিদ গাজীর ছেলে, পরে তার স্বীকারোক্তি মোতাবেক ধর্মতলা নয়নের গ্যারেজ থেকে গোপালগঞ্জ –হ-১১-৭৭২৬ মোটরসাইকেল ও ৩টি মাষ্টার চাবিসহ ডিবির অভিযানিক টিম উদ্ধার করে জব্দ করেন
আপনার অনুভূতি কী?