চৌগাছায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি'র ঋণ বিতরণ
লাবলুর রহমান, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ক্ষুদ্র উদ্যোক্তা সদস্যদের মাঝে ঋণ বিতরণ করেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি পল্লী ভবন মিলনায়তনে এ ঋণ বিতরণ করা হয়। এসময় পল্লী জীবিকায়ন প্রকল্প হতে ১৮জন সদস্যদের মাঝে ২৬ লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়। চৌগাছা উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকাশ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরডিবির উপপরিচালক বি এম কামরুজ্জামান। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিকাশ কুমার মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিআরডিবি অফিসের হিসাবরক্ষক সামাউল ইসলাম, মাঠ সংগঠক মদন কুমার ঘোষ, বিউটি বেগম, অনিতা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার অনুভূতি কী?