বান্দরবানে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সংবাদ প্রতিবেদন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১৮ এপ্রিল) বান্দরবানে অবস্থানরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। জামায়াতের জেলা মিডিয়া বিভাগের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান-৩০০ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও আদর্শ শিক্ষক ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী, সহকারী সেক্রেটারি ওবায়দুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মুহাম্মদ তাওফিক ওমর প্রমুখ। বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সেক্রেটারি এন এ জাকিরসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা আমীর এস এম আবদুচ ছালাম আগামীকাল ১৯ এপ্রিলের কর্মী ও সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Apr 18, 2025 - 20:06
 0  4
বান্দরবানে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow