বিরোধীরা আমার ব্যক্তিত্ব নষ্টের অপচেষ্টা করেছে: -অধ্যাপক মতিয়ার রহমান

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা: পরাজিত অপশক্তি ও বিরোধীরা আমার ব্যক্তিত্ব নষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মতিউর রহমান। কোটচাঁদপুর-মহেশপুর অঞ্চলের আগামী নির্বাচনের একজন এমপি প্রার্থী হিসেবে সামাজিক-সম্প্রীতি রক্ষার্থে এবং সকল সম্প্রদায়ের নেতা হিসেবে খোঁজ খবর রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে । এরই ধারাবাহিকতায় চলমান শারদীয় দুর্গা উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করি। অনুষ্ঠানে ‍উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ব্যক্তিত্বের ওপর আঘাত করা হচ্ছে। তিনি আরো বলেন, আমি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের নেতা না, অন্যান্য সকল সম্প্রদায়েরও নেতা। আমি মুসলিম হিসেবে যেমন একজন শতভাগ ঈমানদারিত্ব রক্ষা করে চলার চেষ্টা করি এছাড়া চলার পথে কিছু ভুলত্রুটি হয়। আমার জানামতে আমি একজন শিরকমুক্ত ব্যক্তি। পুজা মণ্ডপে কিছু পবিত্র কোরানের আয়াত ও সনাতন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সম্প্রীতি রাক্ষার বিভিন্ন রেফারেন্স তুলে ধরি। কুচক্রীমহল হিন্দুধর্মগ্রন্থ থেকে দেওয়া রেফারেন্সের খন্ডিত অংশ প্রচার করে আমাকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সপ্তমিতে রাত ১০টার দিকে বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে যান কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। অন্যদের বক্তব্যের পর প্রধান অতিথি অধ্যাপক মতিয়ার রহমান তার বক্তব্য শুরু করেন। বক্তব্যেই ইসলাম ও সনাতন ধর্ম সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। উল্লেখ্য, বক্তব্যের শেষ পর্যায়ে পবিত্র কোরানের আয়াতের ও সনাতন ধর্মের বিভিন্নগ্রন্থ থেকে শ্লোক পাঠ করার সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা তাদের রীতি অনুযায়ী উলুধ্বনি ও শঙ্খ বাজান। গীতার একটি শ্লোক পাঠ শেষে আগামীতে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এদিকে, সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থথেকে সম্প্রীতির শ্লোক পাঠের ভিডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপের আহ্বায়ক কমিটির সভাপতি গুরুদাস বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর জামায়াতের মতিয়ার স্যারসহ আরও কয়েকজন মণ্ডপে এসেছিলেন। বক্তব্যে তিনি আমাদের ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান দেন। পরে আমাদের গীতা, বেদ ও পুরাণ থেকে শ্লোক পাঠ করেন। যা আমাদের হিন্দু সম্প্রদায় অনেকে প্রশংসা করেছেন। অধ্যাপক মতিয়ার রহমান আরও বলেন- একটি চক্র সোস্যাল মিডিয়ায় আমার পুরো আলোচনার ভিডিও না দিয়ে খণ্ডিত অংশ অর্থাৎ শুধু শ্লোক পাঠ করার ভিডিও ভাইরাল করেছে। সুতরাং আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।

অক্টোবর 12, 2024 - 16:16
 0  10
বিরোধীরা আমার ব্যক্তিত্ব নষ্টের অপচেষ্টা করেছে: -অধ্যাপক মতিয়ার রহমান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow