বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের মানববন্ধন ।
মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ— বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার সকালে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজ শাখা ছাত্রদল। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ, যুগ্ম-সম্পাদক রাজ হিমেল, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, কেসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল-মাসুদ, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান লাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ধরনের নির্মম হত্যাকাণ্ড যেন আর না ঘটে, তার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

আপনার অনুভূতি কী?






