ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু।

মো. মিজানুর রহমান সাগর,জেলা প্রতিনিধি, বাগেরহাট:— বাগেরহাটের ফকিরহাটে খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় অজ্ঞাত দুটি পরিবহনের ধাক্কায় মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে রাজপাট-সোনাখালী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস্ লিমিটেডে কর্মরত ছিলেন। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে রাতের ডিউটি শেষে আতিয়ার রহমান বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মূলঘর এলাকার রাজপাট-সোনাখালী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাত পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে দ্রুতগামী আরেকটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি শেখ নুরুজ্জামান। তবে ঘাতক পরিবহন দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি

Apr 13, 2025 - 21:09
 0  4
ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow