ভবদহের আমডাঙ্গা খালের সম্ভবতা যাচাইতে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড

নওয়াপাড়া অফিস ভবদহ জলাবদ্ধতা নিরসনের বিকল্প পথ আমডাঙ্গা খাল সংস্কারের লক্ষে ১৯ অক্টোবর শনিবার সকাল ১০টা পানি উন্নয়ন বোর্ডে ও আইডবøুএম এর উর্ধতন কর্তৃপক্ষ খালটি পরিদর্শন করে প্রশস্ত করনের সম্ভবতা যাচাই করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে গত ১৪ই আগোষ্ট ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় জলাবদ্ধতার টেকসই সমাধান লক্ষে টিমটি সরজমিনে আমডাঙ্গা পরিদর্শণ করেন। তাঁরা খালের নদী অংশ থেকে শুরু করে রাজাপুর ব্রিজ পর্যন্ত ঘুরে দেখেন। খাল প্রস্থ করণে কোথায় বাধা আছে,কোথায় কাজ করতে হবে তা চিহ্নিত করেন। তারা স্থানীয়দের সাথে মত বিনিময় করেন। তাদের কাছে জানতে চান আমরা যদি খালটি প্রস্থ করি তবে আপনাদের কোন সমস্যা আছে কী না। ভুক্তভোগীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। ৮ সদস্য বিশিষ্ঠ টিমের মধ্য উপস্থিত ছিলেন পানিউন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নকশা ও গবেষণা,তত্ত¡াবধায়ক প্রকৌশলী পরিকল্পনা দপ্তর,জনাব পিযুষ কুন্ডু তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জনাব মোঃমাহবুবুর রহমান পরামর্শক, বাপাউবো, আইডবিøউএম টিমের প্রধান শেখ নাহিদুজ্জামান সিনিয়র স্পেসালিস্ট( উপকুল,বন্দর ও মোহনা বিভাগ) যশোর বাপাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানাজী।ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, কমিটির কেন্দ্রীয় নেতা শিব পদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, কানু বিশ্বাস, সাংবাদিক প্রিয়বত ধর প্রমুখ অনেকেই।

অক্টোবর 19, 2024 - 20:39
 0  7
ভবদহের আমডাঙ্গা খালের সম্ভবতা যাচাইতে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow