নড়াইলে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু
আবুল কাশেম নড়াইলের লোহাগড়ায় ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে কুটি মিয়া মোল্যা (৫৩) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান। প্রতিবেশী জাকির মাস্টার জানান, সাপের কামড়ে নিহত কুটি মিয়া মোল্যা লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং তার স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে।শুক্রবার কুটি মিয়া মোল্যা পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩ টার দিকে ঘুমের মধ্যে তাকে বিষধর সাপে কামড় দিলে তিনি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সাপের কামড়ের বিষয়টি জানান। এরপর শনিবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কুটি মিয়ার স্বজনরা তাকে মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আপনার অনুভূতি কী?