ভোলার দুলারহাটে চাঞ্চল্যকর মাসুদ হত্যা মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার।

মোহাম্মদ নয়ন চৌধুরী, তজুমদ্দিন (ভোলা)— ভোলা জেলার দুলারহাট থানার বহুল আলোচিত মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আল-আমিন (৪৫) কে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাতে ডিএমপি ডিবির সহায়তায় দুলারহাট থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে দুলারহাট থানাধীন হাসানগঞ্জ ৪নং ওয়ার্ড এলাকায় আল-আমিন তার সঙ্গে থাকা ৩০-৪০ জন সহযোগী নিয়ে দিনমজুর মাসুদ (৩৮) কে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নিহত মাসুদের বাড়ি একই এলাকার এবং তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এই নির্মম হামলার শিকার হন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর নিহতের ভাই রায়হান দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ: ৫-৪-২০২৫)। মামলায় পেনাল কোডের ১৪টি ধারায় অভিযোগ আনা হয়, যার মধ্যে রয়েছে ৩০২, ৩০৭, ৩২৬ সহ একাধিক গুরুতর ধারা। ঘটনার দিনই দুলারহাট থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করে। গ্রেফতার হওয়া আল-আমিন দুলারহাট থানাধীন আবুবকরপুর ইউনিয়নের বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বলে জানা গেছে। ভোলা জেলার পুলিশ সুপার মো. শরীফুল হকের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) নুরুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Apr 20, 2025 - 19:52
 0  2
ভোলার দুলারহাটে চাঞ্চল্যকর মাসুদ হত্যা মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow