কয়রায় অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ সরকারী ও বেসরকারি উন্নয় কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যয়ন ও ভবিষাৎ পরিকল্পনা নির্ধারণে কয়রায় ইউনিয়ন পর্যায়ে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার (২০এপ্রিল) সকাল ১১ টায় ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ডরপ ইনক্রিজিং এক্সেস প্রকল্পের আয়োজনে এ পরিকল্পনা সভা অনু্ষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল -মাহমুদের সভাপতিত্বে ও ডরপ প্রকল্পের মহারাজপুর ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার অপূর্ব রায় পবিত্র'র সঞ্চলনায় পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধিকারী, ইউপি সদস্য বিভূতি বিশ্বাস,ইউসুফ আলী,কামাল হোসেন, মাওঃ মাসুদুর রহমান , ডরপের সহকারী ইন্জিনিয়ার প্রতিস কুমার সাহা ,কয়রা ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মশিউর রহমান ,আতাউর রহমান, আমেনা খাতুন, রিংকু, পারভীন আক্তার,প্রমুখ পরিকল্পনা সভায় শিক্ষক, সাংবাদিক, ও কমিউনিটি পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।

Apr 20, 2025 - 20:05
 0  3
কয়রায় অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow