ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন।

শিক্ষকদের আশ্বাস বাস্তবায়নে বিলম্বে ক্ষোভ, হুঁশিয়ারি বৃহত্তর আন্দোলনের মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ: ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ফাতিমা ফারহানা। বক্তারা জানান, গত ২৮ জানুয়ারি সরকার ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের দ্রুত জাতীয়করণ করা হবে বলে আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষক সমাজে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি যদি দ্রুত বাস্তবায়ন না হয়, তবে সামনে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

Apr 20, 2025 - 20:59
 0  2
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow