মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু, এলাকায় শোকের মাতম।
মাসুদ রায়হান, স্টাফ রিপোর্টা—যশোরের মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৪০) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে মনিরামপুর আর্দশ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়, তাহেরপুর গ্রামের অজিত দাসের ছেলে দেবপ্রসাদ দেবু সনাতন ধর্মাবলম্বীদের চড়কপুজার খেজুর ভাঙ্গা উপলক্ষ্যে ৫০ জন সন্ন্যাসীদের সাথে গিয়ে সোমবার আনুমানিক বিকাল ৪টার দিকে খেজুর গাছে ওঠেন। বাদ্যবাজনা ও ধর্মীয় রীতি অনুযায়ী কার্যক্রম চলমান অবস্থায় আকস্মিক প্রায় ৪০ ফুট উচু গাছের মাথা থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মণিরামপুর থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার অনুভূতি কী?






