মনিরামপুরে বিট পুলিশিং সভা: মাদক-সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা গড়ার আহ্বান
মাসুদ রায়হান, স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নে গত ১৬ই এপ্রিল (বুধবার) বিকাল ৫টায় বি.ডি. মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধ”—এই চারটি মূল বিষয়কে কেন্দ্র করে আয়োজিত সভায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী। তিনি বলেন, “সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ধরিয়ে দিন। আপনার পরিচয় গোপন রাখা হবে। মাদক ব্যবসায়ীরা সমাজে টিকে থাকতে পারবে না—হয় মাদক ছাড়বে, নয় এলাকা ছাড়বে।” তিনি আরও বলেন, “আত্মহত্যা মহাপাপ। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন সমাজে ভালো কিছু করার জন্য। ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, প্রত্যেকের উচিত প্রার্থনার মাধ্যমে নৈতিক শক্তি অর্জন করা এবং আত্মহত্যার মতো পথ থেকে নিজেকে বিরত রাখা।” সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম বিলালী, দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুবনেতা মোঃ কামরুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয়দের সরব অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত আলোচনায় পরিণত হয় এবং সমাজ সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার অনুভূতি কী?






