মনিরামপুরে মসজিদের পানির মোটর চুরি, ওজুর পানি সংকটে মুসল্লিরা।

স্টাফ রিপোর্টারঃ — যশোরের মনিরামপুর উপজেলার হাট বাজিতপুর জামে মসজিদে চুরি হয়েছে পানির মোটর। ২০ এপ্রিল রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন মসজিদের কেশিয়ার মোঃ তাছাব্বুর রহমান। তিনি জানান, ২১ এপ্রিল ফজরের নামাজের সময় মসজিদের তালা ভাঙা দেখতে পান এবং খেয়াল করেন যে পানির মোটরটি চুরি হয়ে গেছে। ফলে নামাজ পড়তে আসা মুসল্লিদের ওজুর জন্য পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। কেশিয়ার তাছাব্বুর রহমানের ধারণা, এই চুরির ঘটনার পেছনে উঠতি বয়সী মাদকসেবীদের হাত থাকতে পারে। তিনি বলেন, প্রতিদিন সন্ধ্যার পর হাট বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, বাজিতপুর শ্মশানের পাশে এবং বাজার এলাকায় বহিরাগত যুবকদের আড্ডা দিতে দেখা যায়। অনেকেই সেখানে গাঁজাসেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি প্রশাসনের প্রতি এসব উঠতি বয়সী যুবকদের নজরদারি ও চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Apr 21, 2025 - 22:06
 0  2
মনিরামপুরে মসজিদের পানির মোটর চুরি, ওজুর পানি সংকটে মুসল্লিরা।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow