আমলযোগ্য অপরাধে মামলা না নিলে শাস্তি অনিবার্য” — সতর্কবার্তা ডিএমপি কমিশনারের
হারুনুর রশীদ হাবিবুল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ—ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি সাফ জানিয়ে দিয়েছেন— "আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে, কোনো ঘটনা আড়াল করার সুযোগ নেই।" সোমবার (২১ এপ্রিল ২০২৫) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “অপরাধ যাতে না ঘটে তার জন্য আমাদের প্রতিরোধমূলক কার্যক্রম আরও বাড়াতে হবে। ছিনতাই অনেকাংশে কমেছে, কিন্তু তা যেন পুনরাবৃত্তি না হয়— এজন্য সজাগ থাকতে হবে।” মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতারে আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি, প্রতিটি ভবনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপরও জোর দেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার বলেন, “ডিএমপির পুলিশ সদস্যদেরকে ‘আউট অব বক্স’ চিন্তায় কাজ করতে হবে।” অপরদিকে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম বলেন, “জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে ব্লক রেইড চালাতে হবে।” সভায় মার্চ মাসের সার্বিক অপরাধ চিত্র, যেমন— ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ নানা বিষয়ে তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়। ভালো পারফর্ম করা পুলিশ সদস্যদের পুরস্কৃতও করেন কমিশনার। সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার অনুভূতি কী?






