মনিরামপুর চালুয়াহাটি ইউনিয়নের জামায়াতের পথসভা

নিজস্ব প্রতিনিধি ঃ যশোরের মনিরামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার ১১নং চালুহাহাটি ইউনিয়নের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল(২৬ শে অক্টোবর)শনিবার বিকালে এ পথসভা শুরু হয়।ইউনিয়নের সভাপতি মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার গণমানুষের নেতা কেন্দ্রীয় সূরা সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা সেলিম জাহাঙ্গীর,যুব বিভাগের সেক্রেটারি মাওলানা ফারুকে আজম।ইউনিয়নের রতনদিয়া,গৌরীপুর মোড়,নেংগুড়া বাজার,শয়লা বাজার,মোবারাকপুর,এবং গোপীকান্তপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা শেষ করেন।প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন,দাওয়াতী কাজের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ,যোগ্য,আদর্শ নেতৃত্ব উপহার দেওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।এ ছাড়াও তাঁর সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম,সেক্রেটারি সিরাজুল শেখ এবং প্রবাসী ইউনিটের সভাপতি মোহাম্মদ তৌহিদুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অক্টোবর 27, 2024 - 10:43
 0  4
মনিরামপুর চালুয়াহাটি ইউনিয়নের জামায়াতের পথসভা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow