মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কুষ্টিয়ার দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন।
আবদুল্লাহ আল বিন জুবায়ের , কুষ্টিয়া প্রতিনিধি —মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই- আজম, কুষ্টিয়া জেলায় অবস্থিত দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দর্শনীয় স্থানসমুহ পরিদর্শন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুক-ই- আজম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাক্য্য অবস্থিত আধ্মাতিক সাধক ফকির লালন শাহ এর মাজার পরিদর্শন করেন। এরপর উপজেলার শিলাইদহে অবস্থিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শনে করেন। এছাড়াও অন্যান্য দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,।

আপনার অনুভূতি কী?






