মুরগি ও ডিমের দাম না কমার কারণ জানালো পোল্ট্রি অ্যাসোসিয়েশন
পোল্ট্রি কোম্পানির প্রতারণায় বাড়ছে ফিডের দাম, ফলে ডিম মুরগির উৎপাদন খরচ দ্বিগুণ বলে জনিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এতে করে খামারে এখনও বেশি দামে মুরগি বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এসয় সেখানে বক্তারা বলেন, পোলট্রি কোম্পনির সিন্ডিকেটের কবলে পড়ে এক লক্ষ ৬০ হাজার প্রান্তিক খামারি পুঁজি হারিয়ে বন্ধ হয়ে গেছে প্রায় এক লক্ষ খামার। তারা আরও জানান, দেশের ফিড ব্যবসায়ীরা ২০২১-২২ অর্থবছরে ৭৭৮ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৯৭৮ কোটি টাকার শুল্ক ছাড় পেয়েছে। অথচ তারা পোল্ট্রি ফিডের দাম না কমিয়ে বাড়িয়েই চলেছে। সংগঠনটি দাবি করে, ফিডের দাম কমলে ডিম ও মুরগির দাম কমানো সম্ভব।
আপনার অনুভূতি কী?