মোংলায় বৃক্ষ রোপন কর্মসুচি পালন করেছে পুবালী ব্যাংক
আলী আজীম, মোংলা (বাগেরহাট): উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপন কার্যক্রমের অংশ হিসেবে পূবালী ব্যাংক লি: এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসুচির আওতায় প্রথম দিনে বুধবার (৯ অক্টোবর) সকালে মোংলার মেরিন ড্রাইভের (বেড়িবাঁধের) দুই পাশে বিভিন্ন জাতের দুইশ উচ্চ ফলনশীল নারিকেল গাছের চারা রোপন করা হয়। সকাল ১১টায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন, পুবালী ব্যাংক লিঃ এর উপ মহা ব্যবস্থাপক শেখ মো. শামসু দোহা ও বাংলাদেশ নৌবাহিনী মোংলা আবাসিক এলাকার ইনচার্জ লেঃ আতাহার আলী। এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, পুবালী ব্যাংক লিঃ এর এজিএম মোঃ ফরিদ আহম্মেদ, পূবালী ব্যাংক এর মোংলা শাখা ব্যবস্থাপক মোঃ আবু সাইদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ সেলিম শেখসহ ব্যাংক এর অন্যান্য কর্মকর্তাগন ও মোংলার বিশিষ্ট ব্যবসায়ীরা। পুবালী ব্যাংক লিঃ এর উপব্যবস্থাপক শেখ মো. শামসুদোহা জানান, পূবালী ব্যাংক শুধু ব্যাংক ব্যবস্থায় মানুষের সেবা দিবে না, দেশের উপকুলীয় এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করবে। একই সাথে লবনাক্ত এলাকার পানিয় সমস্যা সমাধানে ভুমিকা রাখবে। বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ধোধন করে উপজেলা নিবাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, পূবালী ব্যংক লিঃ এর মতো সব ব্যাংক এরকম ব্যাংকিং সেবার পাশাপাশি দেশের মানুষের সেবায় মনোনিবেশ করলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে।
আপনার অনুভূতি কী?