পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আল বান্না, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিকী, সদস্য সচিব মোঃ রুবেল হক সাবেক পীর গঞ্জ সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মোঃ শরীফ পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল সহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

Sep 15, 2024 - 17:31
 0  19
পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow