যশোরের কচুয়া থেকে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা
যশোর অফিস যশোর সদর উপজেলার কচুয়া থেকে কলেজছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে মাগুরা সদর উপজেলার গৃহগ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে মহব্বত শেখকে (২৫)। এজাহারে ওই কলেজছাত্রীর পিতা সদর উপজেলার আবাদ কচুয়া খালঘাটাপাড়ার বাসিন্দা উল্লেখ করেছেন, তার মেয়ে যশোর এমএম কলেজের এইচএসসিতে লেখপড়া করে। কলেজে যাতায়াতের পথে তার মেয়েকে প্রায় সময় উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো মহব্বত। কিন্তু তার প্রস্তাবে সাড়া না দিয়ে তার মেয়ে তারকাছে অভিযোগ করে। এই বিষয়টি নিয়ে তিনি মহব্বতের পিতামাতার সাথে কথা বলেন। কিন্তু তারা কোন গুরুত্ব দেয় না। বরং মহব্বকে আরো উসকে দেয়। মহব্বত তার মেয়েকে নানা ভাবে বিয়ের প্রস্তাব দেয়। গত ১৭ অক্টোবর দুপুরে তার মেয়ে যশোর শহরের নাজিরশংকরপুর আইটি পার্কের কাছে প্রাইভেট পড়তে যায়। সেখানে পৌছানো মাত্রই তার মেয়েকে ফুসলিয়ে একটি সাদা রং এর প্রাইভেটকারে করে উঠিয়ে মহব্বতসহ অজ্ঞাত ৪/৫ অপহরণ করে নিয়ে যায়। তিনি জানতে পেরে খোঁজ খবর নেয়ার চেষ্টা করেন। পরে মহব্বতের পিতামাতাকে জানালে তারা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। পরে মহব্বত তাকে ফোন করে জানিয়ে দেয়; তার মেয়ে তার কাছে আছে। কোন প্রকার পুলিশি ঝামেলা না করার জন্য হুমকি দেয়। তিনি তার মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে থানায় মামলা করেন।
![যশোরের কচুয়া থেকে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা](https://dainikabhaynagar.com/uploads/images/202410/image_870x_6715cf98984f8.jpg)
আপনার অনুভূতি কী?
![like](https://dainikabhaynagar.com/assets/img/reactions/like.png)
![dislike](https://dainikabhaynagar.com/assets/img/reactions/dislike.png)
![love](https://dainikabhaynagar.com/assets/img/reactions/love.png)
![funny](https://dainikabhaynagar.com/assets/img/reactions/funny.png)
![angry](https://dainikabhaynagar.com/assets/img/reactions/angry.png)
![sad](https://dainikabhaynagar.com/assets/img/reactions/sad.png)
![wow](https://dainikabhaynagar.com/assets/img/reactions/wow.png)