যশোরের ঝিকরগাছায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ী গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার ৩দিন পর কিশোরীর পিতা বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একমাত্র আসামি করা হয়েছে একই গ্রামের আব্দুস সামাদের পুত্র মো: আব্দুস সাত্তারকে। আব্দুস সাত্তার পেশায় ভ্যানচালক এবং সম্পর্কে কিশোরীর প্রতিবেশী চাচা। ঘটনা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টার দিকে অভিযুক্ত আসামি তার নিজ বাড়িতে ঘরের ভিতর কিশোরীকে ডেকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর স্পর্শকাতর জায়গায় হাত দিতে গেলে সে চিৎকার করে বাইরে বেরিয়ে এসে তার পিতাকে জানায়। কিশোরীর পিতা অভিযুক্ত আসামিকে ডেকে ঘটনাটি জানতে চাইলে আব্দুস সাত্তার এটা অস্বীকার করেন। এরপর কিশোরীর পিতা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিচার দিলে তারা এর সমাধান করবেন বলে আশ্বস্ত করেন এবং বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে ৩ দিনেও কোনো সমাধান না পেয়ে অবশেষে শনিবার (১২ এপ্রিল) কিশোরীকে নিয়ে ঝিকরগাছা থানায় এসে অভিযোগ দায়ের করেন। ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Apr 13, 2025 - 19:11
 0  16
যশোরের ঝিকরগাছায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow