যশোরে অবাধ্য মেয়ের বিরুদ্ধে আদালতে মায়ের মামলা দায়ের সমনজারি

যশোর প্রতিনিধি: যশোরে মাদকাসক্ত,প্ররতারণাসহ কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হওয়ায় কলেজ পড়ূয়া মেয়ে শ্রাবনী আক্তার ঋতুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার মা। সোমবার সদর উপজেলার হামিদপুর গ্রামের দক্ষিণপাড়ার প্রবাসি পারভীনা আক্তার বাদী হয়ে আদালতে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবীর আসামির বিরুদ্ধে সমনজারীর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, বাদীর আইনজীবী মাহমুদ লিটু। বাদী মামলা বলেছেন,তার স্বামী রফিকুল ইসলাম সাত বছর আগে থেকে সৌদি আরবে প্রবাস জীবন-যাপন করছেন। স্বামীর পাঠানো টাকা দিয়ে অন্য ছেলে-মেয়েদের বিয়ে দেয়াসহ সাংসারিক দেখাশুনা করেন বাদী। ছোট মেয়ে শ্রাবনী আক্তার ঋতু যশোর সরকারী এমএম কলেজ থেকে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন। এরপর তাকে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। কিন্তু বনিবনা না হওয়ায় স্বামীকে সে নিজেই তালাক প্রদান করেছে। এরপর থেকে কিশোর গ্যাংয়ের সাথে মিশে নানা ধরণের অপরাধ অপকর্মে জড়িয়ে পড়ে ঋতু। এমনকি প্রতিদিন, সিগারেট, ইয়াবা, ফেনসিডিল সেবন, নেশা শুরু করে। বিভিন্নস্থানে চুরি করাসহ অনৈতিক কর্মকান্ডে করে বেড়ায়। পারিবারিকভাবে নিষেধ করা হলে বাদীকে চাকু দ্বারা খুনের জন্য আক্রমন করে ঋতু। এতে সামাজিকভাবে মানসম্মানের ক্ষতিই নয় জীবনের ঝুকিতে পড়তে হচ্ছে বাদীকে। গত ৭ অক্টোবর দুপুর দুইটার দিকে ঘর থেকে আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে ঋতু। এসময় বাধা দিলে চাকু দিয়ে বাদীকে খুনের জন্য হামলা করে। এই ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসা না হওয়ায় আদালতে মামলাটি করেছেন বাদী।

অক্টোবর 15, 2024 - 10:06
 0  5
যশোরে অবাধ্য মেয়ের বিরুদ্ধে আদালতে মায়ের মামলা দায়ের সমনজারি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow