যশোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ ও টাকা চুরির ঘটনার প্রায় চার মাস পর চিহ্নিত দুই যুবক আটক

যশোর প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া তালাতালার মোড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ ও টাকা চুরির ঘটনার প্রায় চার মাস পর চিহ্নিত দুই যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ফারহান ট্রেডার্সের মালিক বেজপাড়া পিয়ারী মোহন রোডের বাসিন্দা ইমরান হোসেন তিনজনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। আটক দুইজন হলো বেজপাড়া তালতলার মোড়ের বর্তমানে ঘোপ বেলতলা মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম ইমন (২৫) এবং বেজপাড়া তালতলা কবরস্থান রোডের লুৎফর রহমান নাতুর ছেলে বাপ্পি রহমান (২২)। অপর পলাতক আসামি হলো, শংকরপুর আকবরের মোড়ের রনি (২৫)। এজাহারে ইমরান হোসেন উল্লেখ করেছেন, গত ১ জুলাই রাত পৌনে ১১টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে দোকানে এসে দেখেন তার দোকানের তালা খোলা। ভেতরে টিনের চাল কাটা। টেবিলের পর রাখা একটি ল্যাপটপ ও ড্রয়ারে রাখা নগদগ ৫ হাজার টাকা নেই। কে বা কারা সেটি চুরি করে নিয়ে গেছে। তিনি বিষয়টি যশোর ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশ তাকে জানায় কাপুড়িয়া পট্টি থেকে ইমনকে একটি বার্মিজ চাকুসহ আটক করেছে। সে স্বীকার করে অপর আসামি রনির সহযোগিতায় তারা দোকানে চুরি করে ল্যাপটপ আসামি বাপ্পির কাছে বিক্রি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে বাপ্পিকে আটক করে। এবং ল্যাপটপ ভাঙা অবস্থায় উদ্ধার করে। বাপ্পি ল্যাপটপের বিভিন্ন পাটর্স বিক্রি করে দিয়েছে। সে বিভিন্ন চোরাই মালামাল কিনে তা বিক্রি করে থাকে। ইমন স্বীকার করে তারা ওই দোকার্নে চুরি করে। পুলিশ আসামি রনিকে আটকের জন্য অভিযান অব্যহত রেখেছে। এই ঘটনায় তিনি থানায় মামলা করেনআছে

অক্টোবর 22, 2024 - 12:35
 0  6
যশোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ ও টাকা চুরির ঘটনার প্রায় চার মাস পর চিহ্নিত দুই যুবক আটক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow