যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছা সড়ক দুর্ঘটনায় দম্পতি হতাহত

যশোর প্রতিনিধি: যশোরের শার্শার আনারুল ইসলামের স্ত্রীকে নিয়ে আর বাড়ি ফেরা হল না।সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বামীর মৃত্যু হলেও স্ত্রী'কে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্ত্রীকে। স্থানীয়দের সূত্রে বলা হয়েছে গত রোববার রাতে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পুরন্দরপুর মোড়ে এই দূর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের সূত্রে বরাত দিয়ে নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান রিপন সাংবাদিকদের জানান,নিহত আনারুল ইসলাম(৪৫) যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আনছার আলীর ছেলে।মারাত্নক আহত সাবিনা ইয়াসমিন(৩০) তার স্ত্রী।পেশায় একজন এনজিও কর্মকর্তা। রোকনুজ্জামান আরো জানান,আনারুল ঝিকরগাছায় ব্র্যাকে কর্মরত স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন।যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পুরন্দরপুর মোড়ে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনারুলের মৃত্যু হয়।স্থানীয়রা মোটরসাইকেল আরোহী সাবিনাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন তার অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অক্টোবর 22, 2024 - 12:02
 0  5
যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছা সড়ক দুর্ঘটনায় দম্পতি হতাহত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow