যশোরে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১

যশোরে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১— যশোর সংবাদদাতা: মৃত আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে লাশ হলেন হারুন (৫০) নামে একজন রাজমিস্ত্রি। রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সার গোডাউনের সামনে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ মৃত্যু হয়। এ ঘটনায় ৮জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত হারুন যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের সরইডাঙ্গা গ্রামের আহাদ আলী বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। আহতরা হলেন, সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সরইডাঙ্গা গ্রামের ফারুক হোসেন, , লিটন, রজিনা, নাসিমা, আবু বক্কর, বাচ্চু ও শামীম। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ও আহতরা সকালে সদর উপজেলার হালসা গ্রামের এক মৃত আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। সকালে ঘণ কুয়াশার কারণে সড়কে কিছু দেখতে পারেননি। ফলে, যশোর-মাগুরা মহাসড়কের সার গোডাউনের সামনে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ মৃত্যু হয়। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘণ কুয়াশার কারণে এ দুঘর্টনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। নিহত ও আহতরা সবাই আত্মীয় স্বজন

জানুয়ারি 5, 2025 - 20:50
 0  4

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow