শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত — মোঃ নয়ন চৌধুরী ভোলা।। গতকাল ০৪ জানুয়ারি, রোজ শনিবার সন্ধ্যা ৮ঘটিকায় তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের মাঠে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে অংশ নেয় দুই শক্তিশালী দল জিয়া বাজার ক্রিকেট একাদশ এবং মুক্তিযোদ্ধা বাজার ক্রিকেট একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় মুক্তিযোদ্ধা বাজার ক্রিকেট একাদশ জিয়া বাজার ক্রিকেট একাদশকে ৪৮ রানে পরাজিত করে শিরোপা জয় করেন। সোহাগ হোসেন তন্ময়ের আয়োজনে টুর্নামেন্টে মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাহাজান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন মোঃ কামাল মিয়া, আহ্বায়ক, মৎস্য দল তজুমদ্দিন উপজেলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মায়া, যুগ্ম আহ্বায়ক, যুবদল তজুমদ্দিন উপজেলা; মোঃ শাহাবুদ্দিন, যুবদল তজুমদ্দিন উপজেলা; মোঃ রাসেল, আহ্বায়ক, ছাত্রদল তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ; মোঃ সজিব, যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ এবং মোঃ মমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ। উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং টুর্নামেন্টের সাফল্যের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জানুয়ারি 5, 2025 - 20:59
 0  13
শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow