খুলনা বক্ষব্যাধি হাসপাতালে মতবিনিময় সভা: মাদক ও চুরির অভয়ারণ্যে রূপ নিচ্ছে হাসপাতাল চত্বর
খান জাহান আলী থানা প্রতিনিধি: খুলনার খান জাহান আলী থানাধীন মিরেরডাঙা এলাকায় অবস্থিত খুলনা বক্ষব্যাধি হাসপাতালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ এমরান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়ছেদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফরিদা ইয়াসমিন, প্রধান সহকারী শামীম আহমেদ, খান জাহান আলী থানার ওসি (তদন্ত) সনজিৎ ঘোষ, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মহিলা দলের আহ্বায়ক শাম্মী চৌধুরী মলি, ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, খান জাহান আলী থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন মোল্লা, ছাত্র প্রতিনিধি তানভীর কায়ছার, হেমায়েত চৌধুরী, সৈয়দ আলম নবী, তন্ময় কবির, তারেক মাহমুদ, মনিরুজ্জামান, মোল্লা হুমায়ুন কবির, চমন আক্তার, হিসাব রক্ষক হারুন অর রশিদ, ফার্মাসিস্ট মনিরুজ্জামান মল্লিক, অফিস সহকারী আওছাফুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় ব্যক্তিবর্গ। সভায় আলোচনায় উঠে আসে হাসপাতাল চত্বরের ভয়াবহ নিরাপত্তাহীনতার চিত্র। বক্তারা বলেন, হাসপাতাল চত্বর ধীরে ধীরে মাদকাসক্তদের আখড়ায় পরিণত হচ্ছে। এখানে মাদক সেবন, চুরি এবং সরকারি সম্পত্তি লুটের ঘটনা নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের গেট, গ্রিল, ব্যাটারি এবং অন্যান্য মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে, যা নিরাপত্তার অভাবে আরও প্রকট হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। এলাকাবাসী মনে করছেন, হাসপাতালের স্টাফ ভবন জনমানবশূন্য থাকায় এবং পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী না থাকায় এ ধরনের অপরাধমূলক কার্যক্রম দিন দিন বাড়ছে। বিষয়টি দ্রুত সমাধানে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আপনার অনুভূতি কী?






