যশোর সিভিল সার্জনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

যশোর প্রতিনিধি: ডেঙ্গু সচেতনতা বাড়াতে যশোরে লিফলেট বিতরণ করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার বেলা ১১টা থেকে জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা চিকিৎসকবৃন্দ। এ সময় তারা পথচারী, ভ্যান-রিক্সা চালক, দোকানি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের হাতে লিফলেট তুলে দেন। লিফলেট বিতরণকালে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, যশোরে ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। তবে এবার যশোরে বৃষ্টিপাত বেশি হওয়ায় বিভিন্ন স্থানে এখনো পানি জমে আছে। এতে করে দ্রুত ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সে কারণে এ ব্যাপারে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগ এই প্রচারণা চালাচ্ছে। তিনি আরো বলেন, নিজেদের বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর প্রকোপ ঠেকানো সম্ভব। এ ব্যাপারে সবাই একটু সচেতন থাকলে ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাবে না।

অক্টোবর 8, 2024 - 13:23
 0  6
যশোর সিভিল সার্জনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow