যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে প্রতিবাদ জানাবে আ.লীগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আগমন ও অধিবেশনে ভাষণের দিনে প্রতিবাদ সমাবেশ ‘Protest Rally’ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলন শেষে সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশে হাজার হাজার শহীদদের রক্তের ওপর পা দিয়ে অংশগ্রহণ করা সমীচীন হবে না। আমরা তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। যদি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসে তা হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অঙ্গ ও ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতারা ২২ সেপ্টেম্বর দুপুর ২টায় জেএফকে বিমানবন্দর ও ২৭ সেপ্টেম্বর সকাল ১১টা জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে।

Sep 14, 2024 - 19:26
 0  5
যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে প্রতিবাদ জানাবে আ.লীগ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow