রাজনীতিবিদরাও সংস্কার চান: উপদেষ্টা রিজওয়ানা
নতুন বছরে সরকারের প্রধান কার্যক্রম হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার শেষ করে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনীতিবিদরাও সংস্কার চান। ঐক্যমত্যের জন্য আলাদা কমিশন করা হবে। যার নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা নিজেই। বুধবার (১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা রিজওয়ানা। রিজওয়ানা হাসান বলেন, সংস্কারের প্রয়োজন নেই এমন কথা বিএনপি বলেনি। তারা বলেছে সংস্কারের প্রয়োজন আছে। তারা নিজেরাও লিখিত মতামত দিয়েছে। আমরা নির্বাচন ও সংস্কার দুটোকেই প্রাধান্য দিচ্ছি। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ড কীভাবে হলো সেই বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্পষ্ট ধারণা দিয়েছে ফায়ার সার্ভিস ও তদন্ত কমিটি। এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয় বলেও জানান তিনি। এসময় তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সবার সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের মধ্যেই তা লেখা শেষ হবে বলেও জানান তিনি। পরিবেশ উপদেষ্টা জানান, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে। সেটি করা না গেলে যে প্রক্রিয়ায় বিচার হবার কথা সেভাবেই হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান রিজওয়ানা হাসান।
আপনার অনুভূতি কী?